গাছ আমাদের পরম বন্ধু
তাকে হতে দিব না কখনোই মন্দ,
ঐ দেখো একটি গাছ -
শত শত প্রাণকে বাঁচায় আজ,
গাছ আমাদের দেয় বিশুদ্ধ অক্সিজেন
কেড়ে নেয় বিষাক্ত গ্যাস হাইড্রোজেন,
গাছ আমাদের দেয় মধুর মিষ্টি বাতাস
দিব না লাগতে কখনোই আঁচ।
গাছ আমাদের পরম বন্ধু
তাকে হতে দিব না কখনোই মন্দ,
গাছ কখনোই হয় না কারো কাল
কেউ কেউ করে তাকে কেটে ফালাফাল
গাছ হয় বন্যার একমাত্র ত্রান
শত শত মানুষের বাঁচায় সে প্রাণ।
গাছ আমাদের পরম বন্ধু
তাকে হতে দিব না কখনোই মন্দ,
গাছকে এবার করবো আমরা রক্ষা
সকলেই মিলে হব গাছের সখা
গাছ রক্ষার জন্য করল জারি আইন
রাস্তার পাশে লাগালো সেগুন আর পাইন।
গাছ আমাদের একমাত্র আরম বন্ধু
তাই হতে দিব না তাকে
কখনোই কারো কাছে মন্দ॥