প্রকৃতি আমার স্বর্গ, আমার প্রাণ
যেটা চাই কেবল-সকলে কল্যান
প্রকৃতির মধ্যে বাস করে যে মানুষ
সে করেনা কখনোই স্বজনে ফোঁস।

প্রকৃতি আমার স্বর্গ, আমার প্রাণ
যাকে করে মানুষ সকল উৎসর্গের ত্রাণ
মানুষে মানুষে বাঁধে যখন বিভেদ
প্রকৃতি করে তাদের চরম নির্দেশ।

প্রকৃতি আমার স্বর্গ, আমার প্রাণ
কেউ করো না একে কখনো অপমান
যাতে গরীব বাঁধে সুখের বাসা
যে দেয় না হতে তাদের সর্বনাশা।

প্রকৃতি আমার স্বর্গ, আমার প্রাণ
যেখানে বাস করলে থাকে না ব্যবধান
বসবাস করে মানুষ এখানে সুখের সাথে
কেউ পরে না কখনো বিপদের ফাঁসে।

সত্যিই..........
প্রকৃতি আমাদের, স্বর্গ আমাদের প্রাণ॥