মা সন্তানের ব্যথায় কিংবা মরণে
ব্যাকুল হয়ে লুটিয়ে পড়ে মাটিতে
মঙ্গল কামনায় দুই হাত তোলে আসমান পানে
এমন মাকে এক সময় আমরা পাঠাই বৃদ্ধ আশ্রামে
আহ, মায়ের অশ্রু জল গড়িয়ে পড়ে মাটিতে।
মাটিও ব্যথিত হয়, ব্যাকুল হয়,
কষ্টের যন্ত্রণায় তাকিয়ে রয় আসমানে
তবুও মা হাত তুলে দোয়া করে সন্তান
যেনো থাকে অগাধ সুখে বউ-বাচ্চা নিয়ে।
আচ্ছা কে সুন্দর মা বউ চাঁদ মাটি নাকি আশ্রয় কেন্দ্রটি!
যৌবনকালে মা গান গায় আয় আয় চাঁদ মামা
টিপ দিয়ে যা চাঁদের কপালে ---- যা ।
এই মা আবার বৃদ্ধকালে জোছনা রাতে অতীত স্মৃতি মনে করে অশ্র জল ফেলে কোনো এক বৃদ্ধ আশ্রয় কেন্দ্রের গ্রিল ধরে।
অথচ, কী আজব মানুষ আমি বুকে লালন করি মাতৃ ভক্তি।