আকাশ ভরা উদাসী মেঘ
ঝরে তা থেমে থেমে
কদম, কেয়া নাকি প্রিয়া
কাকে তুমি মনে করো হিয়া?
যার জন্য লেখার এই আগ্রহ
এই আকাশ ভরা মেঘ দেখা
এই অঝর বৃষ্টি দেখা
সে যে মিশে গেছে
পাহাড়ের আড়ালে রংধনুতে।
শান্তি আর স্তব্ধতার মাঝে
দূরত্বের প্রাচীরটা থাক সব সময়
দূরে গিয়েও ভালোবাসা হয়।
স্তব্ধতা,নীরবতা আর
একরাশ নীল কষ্ট
আজ সবই বিষাদময়।
দূরের ভালোবাসা এমনই
আর তা কখনও বড় কষ্টের
কখনও মিহি মিহি আনন্দের।