দুঃখ পুষতে নেই
চায়ের ধোঁয়ার মত উড়িয়ে দিতে হয়
নীল আকাশে, তারপর হাসতে হয়
তারপর বাঁচতে হয়।
একবার আমি দুঃখের রং খুজতে গিয়ে
নামটা তার ভুলে গিয়েছি
তখন দুঃখই আমাকে হাত ধরে নিয়ে গিয়েছে
অপরাজিতার বুকে।
চোখ বন্ধ করে শ্বাস নিলাম
অপরাজিতার গন্ধই বাঁচতে সাহায্য করলো
পরকীয়া ক্যান্সার হতে।