মামলা নিয়ে ঘুরে বেড়াই পাই না খেতে ভাত
বউ বাচ্চা কান্দে মরে দিন আর রাত
নির্বাচন এলে ভোটে দাঁড়াই শ্লোগান ধরে সবাই
মহব্বত ভাই মহব্বত ভাই আমরা সবাই তাকে চাই, মহব্বত ভাইয়ের চরিত্র ফুল হতে পবিত্র
ভোটে জিতে প্রথম দিনেই টিনের চশমা চোখে
লজ্জা শরম ধুয়ে দিয়ে টাকা কামাই ছুটে।
দুবাই কানাডা মালয়েশিয়া কোন দেশ ছেড়ে কোন দেশে যাই, ব্যবসা বাণিজ্য মেলা মেলা তাই যে আমি ঘুরে বেড়াই। মামলা নাই তাই কোর্ট কাচারি কিছুই নাই আমি এখন দেশ চালাই, মায়ের দোয়া সঙ্গী করে আমজনতার গোষ্ঠী কিলাই।
ঘুম ঘুম চোখে স্বপ্নে ডানাকাটা লাল পরী
ডানে বামে নারী থাকে সামনে থাকে হুইস্কি
টাকা আর টাকা চাই, আমার শুধু টাকা চাই
বউটা ক্রিয়াহীন মেয়েটা পেতনী পোলাটা ফেন্সী
আমি হলাম জনদরদী।