আমিই বাংলাদেশ!
আমি শতশত মানুষের সামনে কুপিয়ে মারা যাওয়া রিফাত
আমি আগুনে পুড়ে যাওয়া নুসরাত।
আমি নির্মমভাবে পশুর মতো হত্যা হওয়া সেই আবরার ফাহাদ।
আমি বিশ্বজিৎ, আমি অভিজিৎ, আমি নাদিয়া
আমি তনু, আমি খাদিজা, আমিই রাজন!
আমি মিতু, আমি ব্যার্থ ছাত্র, আমি প্রশ্নপত্র না পাওয়া সেই হত দরিদ্র!
আমি অবিরাম বাংলার মুখ।
আমি লাল সবুজের কফিন , আমি পিলখানার অসহায় সেনা অফিসারের আধারের দাফন।
আমি স্বাধীন দেশের পরাধীন জনগণ।
আমি বাসে ধর্ষিতা মাজেদা ।
আমি ছেলের সামনে ধর্ষিতা মা
আমি ভাইয়ের সামনে ধর্ষিতা বোন!!
আমি এমপির গুলিতে গুলিবিদ্ধ সৌরভ।
আমি গুম হওয়া সন্তানের নিরব কান্না।
আমি রানা প্লাজার ধুলো পড়া লাশ।
আমি তাজরিনের অগ্নিকাণ্ডে অসহায় গরীব কর্মচারী। আমি ধসে পড়া ভবনের নিচে গলিত লাশের গন্ধ।
আমি পদ্মা ও বুড়িগঙ্গা নদীতে ডুবে মরা মায়ের আলো আধারের বুক ফাটা কান্নার ছন্দ!
আমি সাগর-রুনির মেঘ।
আমি ছিনতাই হওয়া অসহায় পথচারীর ব্যাগ।
আমি জন্মের আগেই গুলিবিদ্ধ নবজাতক শিশু।
আমি সাত খুন শীতলক্ষ্যা নদীর পাড়!
আমি দিনের আলোতে ধর্ষিতা হিরা মনি।
আমি করোনা ভাইরাসের ভুয়া রিপোর্টকারি।
আমি পুলিশের গুলিতে নিহত হওয়া মেজর রাশেদ সিনহা। আমি স্বামীর হাত থেকে ছিনতাই হওয়া সেই হতভাগী নারী। আমি বেগমগঞ্জের বাবা বাবা বলা সেই বস্ত্রহীন মা I
আমি অন্ধ, আমার বিবেকের বিচারের দরজা বন্ধ..!!
তথ্য সূত্রঃ LinkedIn