যৌবন অনুভূতির কাছে ক্লান্ত হয়ে
কত যে কেঁদেছি,শুয়ে-বসে,দাঁড়িয়ে।
সবুজ পান্তরে,আর ঐ মেঠো পথে I
চাঁদের সাদা সাদা আলোয়। নদীর ধারে স্বচ্ছ জল দেখে ,এখানে - সেখানে!
এই শীতের কুয়াশা ক্ষণিকের জন্য দূর্বাঘাসে কিংবা কচু পাতায় বসে আমার অশ্রু ঝরার কি বা জানে!