বহুবার ভেবেছি, খুন করা, ঘুন পড়া
আমার সুকোমল হৃদয় হতে ভাঙ্গা ভাঙ্গা
স্মৃতিগুলো মুছে ফেলবো।
অথচ,সেই স্মৃতিগুলো শিকড় হয়ে
শীর্ণ হৃদয় জুড়ে রয়ে গেল অবশেষে!
তোমার নাম জপতে জপতে
ভালোবাসার বদঅভ্যাসে
ভিতরটা পুড়ে যায় কখনো কখনো।
তোমাকে পেতে পেতে হারিয়ে ফেলি !
তাতে কি? তোমাকে পাওয়ার চেয়েও
বেশি সুখ যে চাওয়ার প্রার্থনায় ।
হারিয়ে যাওয়া পদ চিহ্নরা ধরা দেয়
শ্বেত-শুভ্র আলাপে কিংবা নানা কথায়।
মনের আয়নায় শুভবুদ্ধি এঁকে চলে যায়
টহল দেওয়া কথারা প্রতিনিয়ত শাসায়।
আড়ষ্ট কলমে লিখতে গিয়ে ভেবে পাই না
বুকের মধ্যে ঢিপঢিপ শব্দরা প্রহর গুনে।
কেউ হাসায়, কেউ কাঁদায়, কেউ বলে যাও ভুলে।