পড়ন্ত বিকেল আর বিষন্নতা,
নাটাইয়ে এক ঘুড়ির উচ্ছ্বলতা।
অসংখ্য এলোমেলো ক্ষুদ্রতাগুলোর,
অদূরে সূর্যের সাথে ডুবে যাওয়া।
যেখানে মনের মাঝে বৃহৎ আশা,
পাখির মতো দিক-বেদিক উড়ে যাওয়া।
কংক্রিটের এই নির্জীব বাঁধন ভেঙে,
বাবা তোমার হাত ধরে ঘাস ফড়িংয়ের সাথে খেলা।