তুই খুনী, তুই রাক্ষুসী,
তুই ভাইয়ের রক্ত চোষা পিশাচিনী।
তুই কাল নাগিনী, তুই অতর্কিত চোরাবালি,
তুই বোনের গাঁয়ে প্রহার করা উম্মাদিনী।

তুই রাক্ষুসে সাকার, তুই পিরানহা,
তুই সন্তানের দিকে করা রাক্ষুসে হা।
তুই রক্ষকের রূপে ভক্ষক,
তুই মেরে খাস আম-জনতার হক।

তুই শোষণ, তুই জালিম,
তুই আঁধারে মেরেছিস অনেক আলিম।
তুই অবিচার, তুই স্বৈরাচার,
তুই কেড়ে নিতে চাস ন্যায়ের অধিকার।

তুই নটাঙ্কি, ভন্ড চেতনাবাদী,
তুই তরুণ সমাজের স্বপ্ন বিনাশী।
তুই সীমার, অন্তরে ক্ষমতার লিপ্সা,
তুই জাতির জন্য এক অমাবস্যা।

তুই ঘৃণা, তুই চরমপন্থী,
তুই নরকের হয়ে থাক অভিশপ্ত কীট।
তুই অনুর্বর, তুই বর্ষার জোঁক,
তুই স্বাধীনতা শব্দের হন্তারক।

তুই মিথ্যা, তুই অভিশাপ,
তুই মায়া দেখানোর আড়ালে অজগর সাপ।