ঐ দূর নীলিমার অঝর ক্রন্দন না কি অন্য কারও,
বুঝবে কি করে সে, হে আমার অন্তর্যামী?
তাহাকে যে না দেখার যাতনায়,
ঝড়ছে চোখের বারি হেথায়।
চাইলেই পারে ছুঁয়ে দিতে সে হাত বাড়িয়ে,
যদি পারি সিক্ত করতে তাহার হৃদয়টাকে।
হয়তো সে ভাবছে না আমায় আর,
ভুলে গেছে সব দেয়া স্মৃতি আমার।
আমার সারা বেলার প্রতিটি ক্ষণ,
হয় তাহার কথা ও হাসির রোমন্থন।
মেঘলা আমি মেঘেদের ভিড়েই রয়ে গেলাম,
একটু ঝড়ে তোমায় অবগাহন করে দিলাম।