মরুর বুকে চাঁদ আসিবে তাই,
মদিনাবাসী রহে অপেক্ষায়।
দূর থেকে যাব্ দেখা দিল নবী,
নর-নারী, বৃদ্ধ-বালক সব বলে হায় –
ত্ব’লা আল বাদরু আলাইনা,
মিন সানি’আ তিল ওয়াদা।
ও নূরের নবী, আঁধারের জ্যোতি তুমি,
এলে নিয়ে হিদায়াতের বাণী।
তুমি রবে সিজদায় – অবারিত চোখে পানি,
চাইবে রবের কাছে উম্মাতের জন্য মাফি।
ওয়াজাবা শুকরু আলাইনা,
মাদা’আ লিল্লাহি দা।
ও মদিনা তুই ধন্য হলি,
পেয়ারা নবীর পায়ের ছোঁয়ায়।
আমাকে তুই বল কবে নিবি?
সেই ধুলি মাখিতে মুখে হায়!
ত্ব’লা আল বাদরু আলাইনা,
মিন সানি’আ তিল ওয়াদা।
ওয়াজাবা শুকরু আলাইনা,
মাদা’আ লিল্লাহি দা।
৫ম,৬ষ্ঠ,৯ম ও ১০ম লাইনগুলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহিস ওয়া সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন মদিনাবাসী মহানবীর আগমনে গেয়েছিল, বিভিন্ন সূত্র থেকে জানা যায়।