হে রমাদান, তুমি চলে যেও না,
আমি তোমায় অনেক ভালোবাসি।
আমার যে বেশি করে আমল হলো না,
আমি রবের কাছে এখনও ক্ষমার অপেক্ষায় আছি।
হে রমাদান, তোমাকে আর পাবো কি?
তুমি ছাড়া আমার গুনাহের পাহাড় সহজে ভাঙবে কি?
মাফ যদি না পাই রবের তুমি থাকতে,
গুনাহী এই জীবনের ধ্বংসের বাকি আছে কি?
হে রমাদান, তোমার জন্য আমার মনের টান,
থাকবে চির অম্লান।
রবের শুকরিয়া যেন আদায় করতে পারি প্রতিনিয়ত,
স্বাক্ষ্য দিও রোজ হাশরের ময়দান।