ক্যানভাস আর তুমি
তুলি ফেলে আমার নির্বাক চাহনি,
মোনালিসা তবু হয়েছিল আঁকা,
তোমার হাসি যেন অপ্সরীদেরও ঈর্ষা।
রঙ খুঁজে দিশেহারা,
পিকাসোও যে দারুণ বোকা,
স্রষ্টার অপরূপ রঙে রাঙানো,
তোমার অবয়বের অনিন্দ্য আভা।
কভু তবু হবে না আঁকা,
তোমার নিষ্প্রাণ পোরট্রেট রাখা,
বেঁচে থাকুক তোমার সত্তা আমার পাশে,
আমার প্রস্থানের পরে তোমার কাছে -
আমি আর আমার কবিতা।