যখন অস্পষ্ট ক্ষুদ্রতাগুলো স্পষ্ট হয়ে যায়,
তোমাদের ভাষায় আমি অধঃ হয়ে যাই,
আমার আপ্রাণ চেষ্টাগুলো নিষ্প্রাণ হয়ে যায়,
তখন যেন বুঝেও না বুঝে আমি নীল হয়ে যাই।
যখন চন্দ্রবিন্দুর ব্যবহার কানে বাজে,
যা ছিল তোমাদের ভাষার সৌকর্য বাড়াতে,
পরজীবি হয়ে বেড়ে উঠা অনুভূতির আকুতিতে,
আমি যেন বুঝেও না বুঝে নীল হয়ে যাই।