হায়...
হ্যালো....
কিছু ভূমিকা কথার আদলে শুরু,
ক্ষণকাল পরে তোমার কষ্টের আবৃত্তি মৃদু।
এপাশে আমার অপেক্ষা কখন আসবে আমার পালা-
কিভাবে যেন শেষ হয়ে যায় সময়ের আপেক্ষিকতায়
ব্যস্ততার আহবানে পালা আর বদলায় না।

চলো, একটু খানি সময় দেবে কি?
বলো, একটু খানি অবসর হবে কি?

পড়ন্ত বিকেলের আনাগোনা
সবার সবটাই তোমার জানা,
তারই কিছু জানাতে আমায়
লেকের পাড়ে লাল পদ্ম হাতে, এলোমেলো হাঁটা।
আমার আমিকে বলতেই যেন এলো বাধাঁ-
সময়ের ঘণ্টা বুঝাতে দেখ, ঐ রাতের তারা।

চলো, একটু খানি সময় দেবে কি?
বলো, একটু খানি অবসর হবে কি?

এভাবে এমন করেই যায় যে বেলা,
তোমার তরে জমে আছে না-বলা কথা।
কথাগুলো হারিয়ে যাবার আগে অথবা
কথাগুলো আমাকে হারিয়ে ফেলার আগে,

বলো, একটু খানি অবসর হবে কি?
চলো, একটু খানি সময় দেবে কি?