আমি নার্স
মোঃ সোহেল মিয়া

হুম আমি নার্স
ছুটে চলাই আমার কাজ,
ওয়ার্ডের এক প্রান্ত থেকে অপর প্রান্তে।
হুম আমি নার্স,
আমার নেই কোন ক্লান্তি
নেই কোন দুঃখ
আছে শুধু নিজের প্রতি আত্ম বিশ্বাস।
হুম আমি নার্স,
আমার জন্মই হয়েছে মানুষের সেবার জন্য।
আমার কাছে নেই কোন ভেদাভেদ
ধনী গরীব সবাই সমান।
সেবা দিতে কখনো করিনা কুুণ্ঠাবোধ,
সবাইকে সমান ভাবে দিয়ে যাই সেবা।
হুম আমি নার্স,
আমি ডিউটি করি দিনে বা রাতে
ছয়  থেকে বারো ঘণ্টা বা চব্বিশ ঘণ্টা।
তবু আমি বিষন্নতাভোদ করি না,
করি না কখনো দুঃখ প্রকাশ।
আমি আনন্দ পাই তখনি
যখন আমার সেবায় কারো
মুখে ফুটে উঠে হাসি,জড়ে আনন্দের অশ্রু।
হুম আমি নার্স,
আমি ডিউটি করি
ওয়ার্ড থেকে কেবিনে,কেবিন থেকে ওটিতে
কখনো আইসিইউতে,কখনো আবার ওয়ার্ডে।
হুম আমি নার্স,
ছুটে চলাই আমার কাজ
মানুষকে সেবা দেওয়ায় আমার কাজ।
সেবাই আমার কর্ম,
সেবাই আমার ধর্ম।
হুম আমি নার্স
আমার জন্মই হয়েছে মানুষের সেবার জন্য।

সহযোগিতায় ও সংশোধনঃ নাজনীন নাহার



১৭/০১/২৩

১ঃ১১ এম