ব্যস্ততম শহর
মো: সোহেল মিয়া
এই ব্যস্ততম শহরে
আমি নির্বাক এক পথযাত্রী।
আমি হাঁটছি একা একা
আনমনে হয়ে।
এই প্রখর রৌদ্রে আমি পুড়ছি
প্রবল বৃষ্টিতে আমি ভিজছি।
পাশে থাকা ছাতাটাও গেছে হারিয়ে।
এই লোকারণ্য শহরে
তবুও নিজেকে খুব একা লাগে।
যে দিকেই তাকাই
শুধু হাহাকার আর হাহাকার
অসহায় মানুষের নিরব কান্নার ধ্বনি।
মুছার জন্য একটু গ্লানি
করছে মানুষ কাজের অন্বেষণ।
আমার মতো হাজারও বেকার যুবক
হাজারও চোখে স্বপ্ন নিয়ে
ঘুরছে তারা হণ্য হয়ে চাকরির অন্বেষণ।
এই ব্যস্ততম শহরে
আমি নির্বাক এক পদযাত্রী।
কবে শেষ হবে এই পথচলা?
মিরপুর
২:৪৯ পিএম
২৭/০৭/০২৩