যদি শীতভোরের কুয়াশার নেশা লাগে,
হয়তো ফিরবো না, জোর পায়ে হেঁটে
তোমার শহর পেরিয়ে ফেলবো,
তুমি করবীর পাঁপড়িতে শুন্যতা একো।
অভিসারের উন্মাদনায় তীব্র চিৎকারে,
তুমি নগরীর নীরবতা তছনছ কোরোনা ।
যদি শোকবিদ্ধ হয়ে ছায়াপথ হাটতে বের হও,
তবে অনাবশ্যক উল্কাপাতে অংশ নিও না।
জেনো মুহূর্তেরা রূপকথার গল্পে শাশ্বত,
দুর্গেরা গল্পের রাজপুত জিইয়ে রাখে যেমন ।
আর ঘর ফেরা পাখিদের চুম্বনের সাক্ষী থেকে,
তাদের গোপনীয়তা ভঙ্গ কোরোনা ।
বরং কোনো শোকযাত্রার শরিক হয়ো ,
ভেজা মাঠ ডিঙিয়ে,পেরিয়ে যেও শহরতলী ।