আমার ঘর জুড়ে চন্দনের গন্ধ
আমার লাল সাদা স্বপ্ন অনুভূতি,
দেওয়ালে ঝোলা জীর্ন ছবি বারোমাস;
তুমি নীল মলাটে মোড়া তিনশো কবিতার বই, পড়ন্ত বিকেল শেষে হাতড়ে ফিরি তোমার অভিধান।
ঈর্ষার খামে বন্দি এক জোড়া বোঝাভুল,
বিবর্নিত তুমিতে সময় আটকে থাকা ঘড়ি
সংযত আমার তৃতীয় প্রহরের পরিকল্পিত ভাবনারা
তোমার পেন্সিল ঘসা নোটবুকে ঈর্ষার বিস্তার ! অসংযত তুমিতে আটকে পড়া আমি,
শেষ বৈশাখী ঝড়ে তোমার ভাবনার নিস্তার
কিছু পুরোনো পথের গলিতে বাড়ন্ত অবহেলা
এক ঝটকায় করেছো কত দেশ - সমুদ্র পার
না বলে তো দিয়েছো কতো নীল সমুদ্রে পাড়ি,
কখনও না ফেরার অজুহাতি ছদ্মবেশ আবার ।
#ভুল ত্রুটি মার্জনীয় , ভালো খারাপ এর মন্তব্য কামনা করি ,ধন্যবাদ !