আসর মিলেছে, আসর জমেছে
জমিয়ে হয়েছে ক্ষীর,
শত গুনীজন এখানে এসে
বাড়িয়ে দিয়েছে ভীড়।
কেউ কেউ বলে জ্ঞানের কথা
গুনের কথা কয় কেউ,
হাঁদারাম আমি ভুলেও কখনো
হতে চাই নি ফেউ।
একদিন হঠাৎ মনের খেয়ালে
ইচ্ছে হলো দেখি না,
জ্ঞানী গুনীদের মহোৎসবে
দু কলম কিছু লেখি না!
কাঠ কয়লার কলম কালিতে
স্লেটের বুক জুড়ে,
এঁকে যাই আমি আঁকিবুঁকি সব
কাকের ঠ্যাং যায় উড়ে।
জ্ঞানী গুনীজন হাহাকার করে
করে কী করে কী গাধাটা,
কাক কোকিলে সাবান মেখেছে
করতে রঙ তার সাদাটা।
ভয়ে মরি না যদিও আমি
সংকোচ ছাড়ে না পিছু,
ইচ্ছে করে না আর কখনো
ফিরে চেয়ে দেখি কিছু।
আড়চোখে তবু চেয়ে দেখি আমি
জ্ঞানীগুনী সব কাঁপছে,
মেকি পাল্লায় মেকি মর্যাদা
ছটাকে ছটাকে মাপছে।
খিলখিল করে হাসির ফোয়ারা
দমানো ভারী কষ্ট,
আহারে জ্ঞানী জানলে না তুমি
ভন্ডামী তোমার স্পষ্ট।