কতদিন তোকে দেখি না আমি
পারবি কী তুই বলতে,
কচি মুখ তোর সোনা হাসি ঝরে
ভাবি পথ ধরে চলতে।
বুকের পাঁজর আঁকাবাঁকা হয়
ব্যথাগুলো হয় ব্যাকুল,
দেখবো তোকে কবে কোন ক্ষণে
ভেবে ভেবে হই আকুল।
ইচ্ছে করে ছুটে যাই ফেলে
নাটাইয়ের সুঁতো ছিড়ে,
ভোকাট্টা এক ঘুড়ির মতো
উড়ে উড়ে তোর নীড়ে।

২৫/৩/২০১৯