বলো বলো বলো বলো তো দেখি
কার চোখে তুমি কাঁদো,
ভজহরি সেজে চৈত্রের দিনে
আষাঢ়ে গল্প ফাদো।
বাতাসের বেগ গতি দিক মেপে
ছাতা নিয়ে ছোটাছুটি,
এক হাতে চলে কদমের বুচি
দু হাতে ধরো টুটি।
কুমীরের ঠ্যাং ধরলে শেয়াল
বাঁদর মেলে দেয় পাখা,
ঠগবাজি আর জোচ্চুরিতে
চারপাশ তোমার ঢাকা।