কবি ফারহাত আহমেদ এর কবিতা থেকে আসা- কৃতজ্ঞতা স্বীকার করছি।
শুধুই আমার, নয় সে কারো আর,
এমন কথা একবারে নয়;
শুনেছি বার বার।
একটা সিমে কল দিয়েছি
পাই না খুঁজে তাকে,
ধৈর্য ধরো আরেক সিমে
জানায় সে আমাকে ।
সিমের পরে সিম সাজানো
সবই নাকি আমার,
নিঃশর্ত এক ভালবাসায়
ভীতুরাম হয় তোমার।
একটা সময় আর আসে না
কোন সিমের ফোন,
দেখেছিস যা স্বপ্ন সবই
ভীতুটা তুই শোন।
নতুন করে ধোকা খেয়ে
ভীতু হলো বোকা,
ভীতু আজো তারই নাকি
দেখে দিয়ে টোকা।