থাকবে ঘরে আটকে দোর
দেখবে না আর মিষ্টি ভোর,
কাঁপবে ভয়ে আসলো বুঝি
“কই লুকাবো জায়গা খুঁজি”।
খাটের তলায় ঢুকবে নাকি
ভাইরাসটাকে দিতে ফাঁকি?
ঠকঠকিয়ে কাঁপছে সবাই
কেমন করে কোথায় পালাই?
মাল্টা লেবু গরম পানি
করছে সবাই টানাটানি,
আর হবে না বাঁচা এবার
সময় এখন চলে যাবার!
এমনি করে হাজার ভয়ে
যাচ্ছে সময় কেবল বয়ে।
টুপুস টাপুস মরছে মানুষ
উড়ছে যেন হাওয়ায় ফানুস।
একটা ছেলে ন্যাংটো হয়ে
দাঁড়ায় এসে ঘরের দোরে,
দাও নারে ভাই একটা কিছু
ছাড়ছে না যে ক্ষুধা পিছু।
মরার আগেই তোমরা মরো
ধারছো না ধার কেউ যে কারো।
আমরা মরি ক্ষুধার জ্বালায়,
তাই না দেখে ভাইরাস পালায়।