** এই বুঝি কবি আর কবিতার সম্পর্ক। কবি বিশ্বজিৎ শাসমলের শেষ দু লাইন তুলে নিয়ে এগোলাম সামনে।
অধিকারের কারবারেতে
লড়াই নেহাত যাত্রাপালা।
লড়াই লড়াই লড়াই করো
এ যে ম্যালা পুরোন খেলা।
এই খেলাতে কেউ শরীক হয়
গোপন কোনো ধান্ধা নিয়ে,
কেউবা আসে দেখতে তামশা
লড়াইর নামে ভাব জমিয়ে।
জান দিয়ে মান রাখতে হবে
নইলে তোমরা সব হারাবে,
কল্প কথার কেচ্ছা দিয়ে
ইচ্ছেমতো মন ভরাবে।
তারপরে এক মওকা বুঝে
উল্টে দেবে খেলার পাশা,
রাজার নীতি বুঝবি কি আর
তুই হলি যে মূর্খ চাষা!
চাষার ব্যাটা আশা নিয়ে
এসেছিলো এ ময়দানে,
ভেবেছিলো বুঝবে এবার
অধিকার সে দিব্য জ্ঞানে!