বলতে পারে সবাই জানি,
করতে পারে ক জনা?
ছড়ি ঘোরায় সুযোগ পেলে
কাজের বেলায় ঠনঠনা।
হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা
হিল্লি দিল্লী এক করে,
সূতোর সাথে সূঁচ জোড়াতে
দু চোখ বেয়ে জল ঝরে।
হালুম হুলুম হাঁকেডাকে
কাঁপায় যখন সারা বন,
মাসীর ভয়ে নিজেই মরে
ঠকঠকিয়ে সারাক্ষণ।
বলতে পারে সবাই জানি
করতে পারে ক জনা?
প্রশ্ন আছে সবার কাছে
উত্তর শুধু নাই জানা!