অনেক হলো গল্পগাঁথা
এবার ভালো থামলে হয়,
সত্য ছাড়া মিথ্যে ভাষণ
ক দিনই বা গায়ে সয়?
রাজা রাণীর গল্প ছাড়ো
ভাল্লাগে না ও সব আর,
চোখের পাতায় মিথ্যে স্বপন
চাই না আসুক বারংবার।
কল্পনাতে আর ভেসো না
নেমে আসো এই ধরায়,
মরছে মানুষ ধুঁকে ধুঁকে
চৈত্র মাসের রোদ খরায়।
দাও ছড়িয়ে জলের ধারা
শুকনো মাটির বুক চিরে,
উঠবে জেগে সবুজ আবার
পাবে নতুন প্রাণ ফিরে।