ঠোট টেপা হাসি
বাঁকা চাহনি
হৃদয় ঘায়েল করে;
গোপন অভিসার
চুপিচুপি কথা
মিষ্টি প্রেমে পড়ে।

কানে কানে কয়
আমার থাকিস
অন্য কোথাও যাস নে;
নিরামিষে থাক,
আমিষের লোভে
গপাগপ যেন খাস নে।

উপোষ কর
চোখ বুঁজে তুই
শুধু আমার কল্পনায়;
আমিষের খোঁজে
ঘুরে আসি আমি
অন্য কারো আল্পনায়।