লজ্জাহীনতার দীনতা থেকে বাঁচার তীব্র আকুতি নিয়ে
কেউ কেউ হয়তো গোপনে কাঁদে,
কেউ কেউ আবার মেকি কান্নার জোয়ার তুলে
বোকা মানুষগুলোকে আটকে দেয় ফাঁদে।
কেউ কেউ কাব্য মাদকতায় ভাসিয়ে নিয়ে যায়
নীলমনির লতায় কিংবা দেবকাঞ্চনের শাখায়,
কেউ আবার স্বপ্নের ডানা মেলে উড়ে যায় দূর আকাশে
আশ্রয় খোঁজে স্বপ্নদেবীর স্বপ্নমাখা কোনো পাখায়।