আলু পটল আর মাছে বেগুনে
কাব্যের মানহানি,
লিখো না লিখো না লিখো না তুমি
উল্টোপাল্টা বাণী।
কাব্য সে তো এলিট সমাজের
চাষাভূষোদের নয়,
মোটা ভাত আর কাপড়ে থাকো
কবি সমাজে নয়।
জানি আমি নই তোমাদের দলে
জাতে পাতেও বড় নীচু,
কাব্যের নামে যা কিছু লিখি
ঠিক যেন কচুঘেচু।
কচুতে ঘেচুতে জীবন যাদের
বুঝবে কী তারা কাব্য,
খরার মাঝে কী করে আসে
আষাঢ় মাসের নাব্য?