ঘুরে আসে দিন শেষে
ঘুম জাগা রাত,
তোর লাগি সয়ে যাই
ঘাত প্রতিঘাত।
বুক ভরা আশা নিয়ে
পথ চেয়ে থাকি,
আসবিরে তুই কাছে
নেই দিন বাকী।
খুব দূরে নয় তুই
তবু বহু দূর,
সেই কথা ভেবে ভেবে
কেঁদে ওঠে সুর।
সুর কাঁদে দূরে বসে
কাঁদে আরো কেউ,
এই বুকে রাখি ধরি
বিশ্বাসের ঢেউ।
ঘুম জাগা রাত শেষে
মেনে নেয় হার,
তোর আশা নিয়ে বুকে
রাত করি পার।