চমকে ঠমকে গমকে ধমকে
চোটপাট আছে যতো,
সময় অসময়ে মধ্য দুপুরে
দেখাতে থাকে ততো।
চোটপাট আর ঠোঁটকাটাতে
নেই নাকি তার জুড়ি,
হার মেনে নেয় পরাণ বাবু
ঢেকে দিয়ে তার ভুড়ি।
কাঠ ফাঁটা রোদ তপ্ত বালু
তার মেজাজে বাস,
হায় হায় হায় প্রাণ বুঝি যায়
আটকে শেষে শ্বাস।