সব না হলেও কিছু তো বলো
আমার তালে তাল দিয়ে,
আড়াই প্যাঁচের জিলাপী পাবে
ঘ্রাণটা হবে ঠিক ঘিয়ে।
আমার মতো একটু চলো
যেমনি আমি চলতে চাই,
তোমার ঘাড়েই চড়ে না হয়
জায়গামতো নিলাম ঠাঁই।
মনের কোণে নিমের তিতা
মুখে খাটি মিষ্টি দই,
তোমার তেলেই ভাজা হবে
তোমার কেনা টাটকা কৈ।
মন্দ ভালোর হিসাব না হয়
আপাতত থাক তোলা,
ধান্দাবাজির বান্দা হাজির
হাতে নিয়ে তার ঝোলা!