তোমায় ঘিরে আমায় ঘিরে
হাজার জনে স্বপ্ন আঁকে,
হাজার মানুষ হাজার পথে
তোমায় আমায় কাছে ডাকে।
তোমার সাথে আমার সাথে
শত শত স্বপ্ন বাঁচে,
কেমন করে তুমি আমি
বাঁচবো বলো আপন ধাঁচে?
তোমার মাঝে হারাই আমি
আমার শত কাজের মাঝে,
তোমায় আমি ভালবাসি
বলবো না আর সাঁঝ প্রভাতে।
তুমিই জানো আমি আছি
আছি তোমার মনের ঘরে,
ভাবনাটুকু থাক না হয় আজ
কল্যাণে আজ সবার তরে।
আমার মনে তোমার বসত
নেই সেথা আর অন্য কেহ,
আত্মাগুলো এক ঘরে রয়
থাক দূরে থাক দুটো দেহ।
তোমার সাথে ঝড়ের মাঝে
পথ চলাতেও শান্তি আমার,
পথ চলি না তাও কখনো
বিঘ্ন হবে শান্তি সবার।
তোমার সাথে আমার সাথে
চলবে কথা হাজার বছর,
শুনবে না কেউ জানবে না কেউ
ফেলবে না কেউ বাঁকা নজর।
স্বপ্ন আমার তোমার চোখে
রেখে দিও খুব যতনে,
থাকবে তুমি আমার কাজে
থাকবে মেধা আর মননে।
স্বপ্ন তোমার আমার বুকে
রাখবো ধরে শক্ত করে,
তোমার কাজে ছড়িয়ে দিও
স্বপ্নগুলো মুঠো ভরে।