আজন্মের চেনা গন্তব্য আজ লাগে বড় অচেনা,
উল্টো পাল্টা পথে চলে তাই হয় নি আজো
গন্তব্যের টিকেট কেনা।
গোটা স্টেশন সুনসান নীরবতায়, তবুও আমি বসে;
এখানেই, হ্যা এখানেই; এই তো ক দিন আগে
মেতেছিলাম সব আপন ভুলে রঙ্গ রসের বশে।
হায়, আজ কেন নেই এখানে সতীর্থদের কেউ?
কোথা গেলো তারা একে একে ছেড়ে আমায়
বালুকা বেলায় শুধু আছড়ে পড়ছে ঢেউ।
চেয়ে আছি তবু পথের আশায়, পথ কী আদৌ আর আসবে?
জানি না, জানি না বিন্দু বিসর্গ তার; তবু আশা বাঁধি বুকে
কী জানি কোন এক অবেলায় ডুবে যাওয়া সূর্য আবার ভাসবে