কষ্ট ভরা নষ্ট জীবন
বোঝার পাল্লা ভারী,
বাঁচতে হলে আঁকড়ে ধরো
কোরআন তাড়াতাড়ি।
কোথা থেকে আসলে তুমি
যাবে কোথায় ফিরে,
আয়াত ধরে খোঁজো;
জবাব মিলবে ধীরে ধীরে।
"ফাতেহা" পাঠ করবে যখন
খুব মনোযোগ দিয়ে,
অন্ধকারের বলয় ভেঙে
ধরবে আলো ঘিরে।
কষ্টে ভরা নষ্ট জীবন
আর কতদিন সয়,
"ইনশিরাহ" পাঠ করলে জেনো
যাবেই কেটে ভয়।
বসবে যখন পড়তে সূরা
"আর রহমান" হাতে,
মুহূর্ত সব ধরা দেবে
নব মহীমাতে।
আরশ জুড়ে আছেন আল্লাহ
আপন মহিমায়,
কোরআন বলে, তিনি ছাড়া
বাঁচা বড় দায়।
ভরসা রাখো তাঁরই উপর
তিনি রহমান,
তিনি ছাড়া নেই গতি আর
বাঁচাতে এই প্রাণ।