কার সাথে কোথায় কখন কয়টায়
কোন কোন কথা বলেছি,
কার সাথে কবে কোন অভিলাষে
কতটা পথ আমি চলেছি;
নীরবে গোপনে অতি সন্তর্পণে
সব খবর রেখে চলেছে।
ঝোপ বুঝে কোপ মারতে শেষে
গোটানো ডানা তার মেলেছে।
টিকটিক করে গান গেয়ে চলে
দেয়ালে ঝোলানো ঘড়িটা,
নিয়মের চাকা বারে বারে ঘুরে
বাঁজিয়ে দিয়ে যায় বারোটা।
অবশেষে তার মিটে গেলে সাধ
ন্যাড়া হতে আর চায় না,
শেখানো বুলি কপি পেস্ট করে
যেমন করে ঠিক ময়না।