**আমার কবিতার গুরু শ্রদ্ধেয় কবি ফারহাত আহমেদকে নিবেদন করছি। আমার অনেক লেখার জন্ম ওনার কাব্যপাঠের পিঠে। আজকেও তাই।
তোমার সাথে আমার কথা
হয় নি কিন্তু শেষ;
দেখা হবে যুদ্ধের মাঠে?
আচ্ছা তবে বেশ।
দেখার সাথে বোঝাপড়া
পড়ার সাথে বোঝা,
হবে না তো ভাবছো যত
সহজ এবং সোজা।
ছাড় দেবো না জেনো আমি
থাকতে আমার দম,
বুঝিয়ে দেবো গন্ডা কড়ায়
আমিও নই কম।
শক্তি তোমার অনেক বেশি
পেশীর বাহু বল,
যুদ্ধ মাঠে লড়বো তবু
উদয় অস্তাচল।