থমকে গেছে সভ্যতা
দূবৃত্তের কালো থাবায়,
ভুলুন্ঠিত মানবতার করুন চাইনি
আমাকে কেবলই ভাবায়।
ঘরের খেয়ে বনের তাড়ানো
মোষগুলো এখন নির্ভিক,
বুঝে গেছে তারা মোষ তাড়ানো
উন্মাদেরা নেই আগের মতো ঠিক।
কেউ দেবে না আর বাঁধা তাদের
বনের রাজা এখন তারাই,
সভ্যতাকে আগলে রাখা প্রহরীদের
আমরা এভাবেই বুঝি হারাই।
এক বুক নীরব কষ্টকে ঢেকে
খোঁজ নিতে গিয়ে দেখি,
সভ্যতার প্রহরীরা নিস্তেজ হয়ে
যার যার আঙিনায় পড়ে আছে একাকী।
জিজ্ঞাসা করি, এভাবে কেন পড়ে আছো তোমরা?
সভ্যতা যে বিপন্নতার মুখে;
ভয়ার্ত কন্ঠে উত্তর মেলে, ভাঙা মেরুদণ্ড দিয়ে
কিভাবে দাঁড়াবো বলো রুখে?