বয়স হয়েছে তোর, মাথায় রাখিস কথাটা।
চলনে বলনে ভার ভারিক্কি না হলে কি আর চলে!
ছন্দ মিলিয়ে গন্ধ বিলালেই কাব্য কে তারে বলে?
গুরু গম্ভীর ভাবে ভরা সব বিষয় আশয় নিয়ে
রাশভারী বেশে আসন পাতবি কাব্য আসরে গিয়ে।
ঝুমুর ঝুমুর নূপূর দোলায় এই যে কাটিস ছন্দ,
হয় না মনে কেউ কখনো করছে তা পছন্দ।
ক্যাবলার মতো দাঁত কেলিয়ে ভাবছিস কি বলতো?
হতে চাস তুই আমাদের মতো এলিট সোসাইটির কেউ?
সব দেবো তোকে শিখিয়ে পড়িয়ে, রাখবি ঠিক দল তো?
চুপচাপ শুনি ওদের কথা, এদের কথায়ও সায়
মনে মনে ভাবি কেমনে বলি আমার মন কি চায়?
ইচ্ছে করে না যে চলতে আমার ভারিক্কির বোঝা বয়ে,
ইচ্ছে করে না উড়তে আকাশে সুতো বাঁধা ঘুড়ি হয়ে।