ঠ্যাকায় পড়ে বাঁকা যে হয়
ঠ্যাকায় আবার সোজা,
ভোল পাল্টায় দিনে রাতে
সুযোগে হয় রাজা।
ঠ্যাকায় পড়ে ওঠে বসে
ঠ্যাকায় আবার হাঁটে,
পড়লে ঠ্যাকায় অনিচ্ছাতে
দাঁত কেলিয়ে হাসে।
ঠ্যাকায় পড়ে ছাগের সাথে
বাঘেও যে খায় ঘাস,
ঠ্যাকার খেলা খেলতে গিয়ে
নিজের গলায় ফাঁস।