সদ্য প্রয়াত কিংবদন্তি আইয়ুব বাচ্চুর স্মরণে
সুরের দেশে শোকের মিছিল
মাতম আহাজারি,
নেই তুমি আর হঠাৎ খবর
কেমনে মানতে পারি ?
গিটার হাতে আসবে না আর
গাইবে না সেই চেনা গান,
কোটি হৃদয় খুঁজবে তবু
তোমার সুরে নতুন প্রাণ।
অচেনা সে কেন হলো
প্রশ্ন ছিল তোমার,
অচিন দেশের অচিন পাখি
এপার ছেড়ে ওপার।
কাঁদছে গিটার ধুলোয় পড়ে
তার গেছে সব ছিঁড়ে,
সুরটা তোমার থাকবে বেঁচে
আকাশ বাতাস ঘিরে।