চঞ্চলা হরিণীর চপলতায় ভরা
মিষ্টি স্বভাব তার,
সুনিপূণ দক্ষতায় গড়েছে সে
আপনার সংসার।
নিজ হাতে গড়া সেই ভুবনে
সুখের বাতাস বয়,
ছেলে, মেয়ে পতি নিয়েই
সদা ব্যস্ত রয় ।
এই ছোটে হেঁশেলে তো
ঐ ছোটে ঘরে,
মুখে তবু হাসি তার
শত কিছুর পরে।
চুল বাঁধে সেই জনা
যেই জন রাঁধে,
হাসি মুখে নেয় সে
শত দায় কাঁধে।
থাকে না সে একা সুখে
ভাবে কথা সবার,
সুখে দুঃখে ছোট বড়র
করে না বিচার।
ওঠা নামার পথে যদি
পাই দেখা তার,
বাহানাতে ঢুকি ঘরে
দেখতে তার সংসার।