মুখোশ আছে হরেক রঙ এর
সাদা কালোয় নীলে,
সুযোগ বুঝে নেই তুলে নেই
ন্যায় নীতি সব ভুলে।
মুখে আমার মিষ্টি হাসি
মন জুড়ে সব বিষ,
হাবে ভাবে তুলসী ধোয়া
আসল বুঝে নিস।
ধরবে কবে মরণ আমায়
করতে বলিস মনে?
টু পাইসটা কামিয়ে নেই
কড়ি গুনে গুনে?
হাবাগোবা মোটা মাথায়
বুঝিসটা কি তুই,
কলবে আমার ঘুণ জমেছে
বাসা বেঁধে উই?
পা পড়ে নি মাটির উপর
এখন উপর টান,
পাপ স্বীকারে রাজী আমি
আনবি কাকে আন।
নাই কেন কেউ সাথে আমার
সেদিন তো সব ছিল,
শেষ বেলাতে তারাই আমায়
এমন ধোঁকা দিল?
বলেছিল নাইরে সময়
খুব বেশি তোর হাতে,
বুঝি নি ভাই এমন করে
মরবো অপঘাতে।
কাঁদছি আমি হাত পা ছেড়ে
পাই না সাড়া প্রভূর,
হন্যে হয়ে খুঁজছি এখন
তাওরাত ইঞ্জিল যবুর।
হাসেন প্রভু আড়াল থেকে
দেখে ছোটাছুটি,
সত্যবাণী হাতে পেয়েও
ধরি নি তার খুঁটি।