খেলছিস তুই আপনমনে
সত্য মিথ্যা সব নিয়ে,
ভাবছিস তুই পার পাবি আজ
ইচ্ছেমতো ধোকা দিয়ে।
ধোকার খেলায় বোকা বানায়
ভাবছিস এতো ভারী সুখ!
ধোকার খেলায় চালতে পাশা
থাকিস সদা উন্মুখ।
হঠাৎ যেদিন উল্টে যাবে
মিথ্যে ভরা পাশা তোর,
সত্য আলোয় জাগবে জোয়ার
আঁধার রাতের শেষ প্রহর।
পথ পাবি না খুঁজে সেদিন
পিঠ বাঁচাতে পালাবার,
আজকে আমার নেই কিছু আর
নতুন করে হারাবার।