হৈ হৈ করে পাড়া মাতালো
আশপাশ কিছু দেখলো না,
কৈশোর প্রেম জলে ডুবে মরে
কিছুই তবু শিখলো না।
ফ্যালফ্যাল করে নয়নের পাতা
রইলো চেয়ে তার দিকে,
দ্যাখে না দ্যাখে না চঞ্চলা মন
প্রেম জানালায় এক ফাঁকে।
পাড়া মাতাতে জুড়ি নেই তার
অবুঝ কেবল এই মনে,
প্রেম বিরহ মানি না আমি
চুপিচুপি থাকি তার সনে।