আঁধারের মাঝে আলো থাকে জেনো
মিথ্যের মাঝে সত্য,
নিভু নিভু আলো নেভে না কখনো
ধরে রাখে আধিপত্য।
এই গেলো বুঝি সব শেষ হয়ে
রইলো না কিছু ভালো,
জানবে তখনো রয়ে গেছে হাতে
সম্ভাবনার আলো।
শেষ শেষ বলে হয় যত শোরগোল
যত হয় হৈ চৈ,
প্রকৃতির নিয়ম মানে না সে কথা
জানান দেয় সুযোগ পেলেই।