ভুলতো হবেই, চুল ছেড়াতে ছিলে সবার আগে
লাভ হবে না যতই মরো গভীর অনুরাগে।
ভুল করে যে ভুল করেছো মনের হাউশ নিয়ে,
এখন কেন কপাল পেটাও সব কিছু হারিয়ে।
ভুলের আগে ভাবতে যদি ভুলের মাশুল কত
জুটতো না আর এই জীবনে লাঞ্ছনার এই ক্ষত।
ভুল করে হোক না করে হোক গড়ছো ভুলের পাহাড়
পারছো না আর ভাঙতে তুমি বন্দী ভুলের খোয়াড়।
ভুলে ছিলে ভুলের কথা, মত্ত ছিলে লীলায়,
এখন কেন কাঁদছো বসে সূর্য ডোবার বেলায়।
অস্তাচলে রবির আলো, ফেলছে আঁধার ঘিরে,
সময় বড় নিঠুর বন্ধু, আসবে না আর ফিরে।